হাওর বার্তা ডেস্কঃ মিঠামইন উপজেলার হাওর জুড়ে সবুজ ধান দেখলে চোখ জুড়িয়ে যায়। এক মাস আগে রোপণ করা আগাম বোরো ধানের ফসল হাওরে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। এখন জমিতে সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ এবং পরিচর্যা কাজ করছেন কৃষকরা।
এক ফসলের উপর নির্ভরশীল হাওরের মানুষরা এখন খেয়ে না খেয়ে সময় পার করছেন। স্বপ্নের সোনার ফসল ঘরে উঠলে তাদের মুখে হাসি ফুটবে। আর এই আশায় বুক বেঁধে প্রতিদিন মাঠে রুটিন কাজ করে যাচ্ছেন তারা। প্রতিবছরের বোরো মৌসুমে ধান পাকার সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আগাম বন্যায় ফসল রক্ষা বাঁধ ভেঙে কিংবা বাঁধ উপচে আধা পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে যায়।
চলতি বছর সরকার হাওরের ফসল রক্ষায় ২৯ কি.মি হাইজদা প্রকল্পে বিভিন্ন স্পটে কয়েকটি ক্লোজার পুনঃনির্মাণ ও বাঁধ উঁচু করার জন্য প্রায় পাচ কোটি টাকা বরাদ্দ দেয়। এসব মাটির কাজের জন্য ১৩টি পিআইসি কমিটি গঠন করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, হাওরে এবার ১৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। দুর্যোগ না হলে গত বছরের ফসলহানির কষ্ট লাঘব হবে।