ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আকাশ জুড়ে বকের সারি কার না ভালো লাগে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ১৫২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঐ দেখা যায় তাল গাছ/ঐ আমাদের গাঁ/ঐ খানেতে বাস করে/কানা বগির ছা’ ছেলেবেলার পাঠ্যবইয়ে এমন ছড়ার কথা কে না শুনেছে। তাইতো সেই ছেলেবেলা থেকেই সবারই ভীষণ পরিচিত আর প্রিয় পাখি বক। জলের ভেতর এক পায়ে দাঁড়িয়ে থাকা বক দেখে কার না ভালো লাগে! গ্রামে সচরাচর এ পাখিটি দেখা গেলেও শহর অঞ্চলে বকের সন্ধান পাওয়া অবশ্য বেশ কষ্টসাধ্য। শরতের শুভ্রতায় কাশবনের মাথায় আলুথালু হাওয়ার দোল।

উপরে শুভ্র তুলোর মতো মেঘের ভেতর থেকে হঠাৎ যেন বেরিয়ে আসে ঝাঁক বাধা বক। সাদা কাশবন, সাদা মেঘ, সাদা বক; সবগুলো যেন অপূর্ব এক শুভ্রতা ছড়িয়ে দেয় প্রকৃতিতে। তবে শহুরে আমেজে সে দৃশ্য না মিললেও একেবারে যে তার স্বাদ পাওয়া যায় না, তা নয়।

Image result for বকের ছবি

তাইতো বিকেলে বা সন্ধ্যায় লাল-নীল আলোর শহরের আকাশেও মাঝে মাঝে শোনা যায় বকের ডানা ঝাপটানোর শব্দ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপলো হাসপাতালের পাশে ঠিক তেমনি দেখা মিলে একদল বকের। সন্ধ্যা নেমেছে, কি একটু বাকি। অথবা বিকেলটা গড়িয়েছে মাত্র, তার মধ্যেই এখানে এসে জড়ো হয় এক, আবার কখনোবা একাধিক বকের ঝাক। দিনশেষে পুরো আকাশ জুড়ে ঘুরে ঘুরে চক্কর দিয়ে জানান দেয় নিজেদের অস্তিত্ব। সবার দৃষ্টি কেড়ে নেয় নিজেদের দুষ্টুমতি স্বর আর শুভ্রস্নিগ্ধ সাদা পালকের মুগ্ধতায়।

সাদা রঙের এ ঝাঁকে প্রায় শতাধিক বক। কারো গলা লম্বা, আবার কারোটা একটু ছোট। কোনটা সাদা ধবধবে, আবার কোনটার গায়ে আছে একটু ধূসর রঙের ডোরাকাটা দাগ। কেউ আগে, কেউবা একটু পিছিয়ে। তবে সবাই একই বৃত্তে। নিরন্তর চক্রাকারে ঘুরছে সব্বার সামনে থাকা দলের প্রথম জনকে অনুসরণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আকাশ জুড়ে বকের সারি কার না ভালো লাগে

আপডেট টাইম : ০৪:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ ঐ দেখা যায় তাল গাছ/ঐ আমাদের গাঁ/ঐ খানেতে বাস করে/কানা বগির ছা’ ছেলেবেলার পাঠ্যবইয়ে এমন ছড়ার কথা কে না শুনেছে। তাইতো সেই ছেলেবেলা থেকেই সবারই ভীষণ পরিচিত আর প্রিয় পাখি বক। জলের ভেতর এক পায়ে দাঁড়িয়ে থাকা বক দেখে কার না ভালো লাগে! গ্রামে সচরাচর এ পাখিটি দেখা গেলেও শহর অঞ্চলে বকের সন্ধান পাওয়া অবশ্য বেশ কষ্টসাধ্য। শরতের শুভ্রতায় কাশবনের মাথায় আলুথালু হাওয়ার দোল।

উপরে শুভ্র তুলোর মতো মেঘের ভেতর থেকে হঠাৎ যেন বেরিয়ে আসে ঝাঁক বাধা বক। সাদা কাশবন, সাদা মেঘ, সাদা বক; সবগুলো যেন অপূর্ব এক শুভ্রতা ছড়িয়ে দেয় প্রকৃতিতে। তবে শহুরে আমেজে সে দৃশ্য না মিললেও একেবারে যে তার স্বাদ পাওয়া যায় না, তা নয়।

Image result for বকের ছবি

তাইতো বিকেলে বা সন্ধ্যায় লাল-নীল আলোর শহরের আকাশেও মাঝে মাঝে শোনা যায় বকের ডানা ঝাপটানোর শব্দ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপলো হাসপাতালের পাশে ঠিক তেমনি দেখা মিলে একদল বকের। সন্ধ্যা নেমেছে, কি একটু বাকি। অথবা বিকেলটা গড়িয়েছে মাত্র, তার মধ্যেই এখানে এসে জড়ো হয় এক, আবার কখনোবা একাধিক বকের ঝাক। দিনশেষে পুরো আকাশ জুড়ে ঘুরে ঘুরে চক্কর দিয়ে জানান দেয় নিজেদের অস্তিত্ব। সবার দৃষ্টি কেড়ে নেয় নিজেদের দুষ্টুমতি স্বর আর শুভ্রস্নিগ্ধ সাদা পালকের মুগ্ধতায়।

সাদা রঙের এ ঝাঁকে প্রায় শতাধিক বক। কারো গলা লম্বা, আবার কারোটা একটু ছোট। কোনটা সাদা ধবধবে, আবার কোনটার গায়ে আছে একটু ধূসর রঙের ডোরাকাটা দাগ। কেউ আগে, কেউবা একটু পিছিয়ে। তবে সবাই একই বৃত্তে। নিরন্তর চক্রাকারে ঘুরছে সব্বার সামনে থাকা দলের প্রথম জনকে অনুসরণ করে।