ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাখিতে মুগ্ধ করছে পাখিপ্রেমীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্ণিল ও বাহারি রঙের বিদেশি পাখি খাঁচায় বন্দি। খাঁচায় পোষা এসব পাখির কিচিরমিচির শব্দ, ডানা ঝাপটানো, আবার শান্ত চুপচাপ বসে থাকা সবই মুগ্ধ করছে পাখিপ্রেমীদের। বর্ণিল এসব পোষা পাখির আকর্ষণে ছুটে এসেছেন পাখিপ্রেমী শত শত মানুষ। খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী ‘খাঁচায় পালিত বিদেশি পোষা পাখি’ প্রদর্শনীর শেষ দিন শনিবার (২৪ ফেব্রুয়ারি) পাখি দেখে মুগ্ধ হতে দেখা গেছে পাখিপ্রেমীদের। ভিনদেশি পাখিরা লোহার খাঁচায় বন্দি থেকেও কতোটা নৈবেদ্যের সুর তোলে তা প্রদর্শনীতে এসে জানতে পারছেন আগতরা।

প্রদর্শনীতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখিপ্রেমীরা এসেছেন তাদের শখের প্রায় অর্ধশত পাখি নিয়ে। খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করেছে।

কোনো প্রবেশ মূল্য ছাড়াই প্রদর্শনীতে ঢুকতে পারছেন দর্শনার্থীরা। একসঙ্গে এতো বিদেশি পাখি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন আগতরা। নতুন নতুন পাখির সঙ্গে পরিচিতও হচ্ছেন তারা।

Related image

আয়োজক সূত্র জানায়, প্রদর্শনীতে বিদেশি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাউ, গ্রিন উইন্স রেড ম্যাকাউ, সালফার ক্রেস্টেড কাকাতুয়া, রিং নেক প্যারোট, গ্রে প্যারোট, সান কনুর, লরিকেট, গোল্ডেন ম্যানটেইল রোজিলা, জেন্ড এ কনুর, পাইনঅ্যাপেল কনুর, গ্রে গ্রিন টার্কোজিয়ান, সাদা টিয়া, হলুদ টিয়া, বদরিকা, জাভা, ফিন্স, গোল্ডিয়ানা ফিন্স, বাংলিশ ফিন্স, বাজেরিগার, সিনামন পার্ল ককাটেল, লুটিনো, লাভ বার্ড, ক্রেসটেড ডাভ, সিল্কি হেন, বেনথান হেন এবং অস্ট্রেলিয়ান বাজেরিগারসহ প্রায় ৫০ প্রজাতির পাখি স্থান পেয়েছে।

কেউ কেউ বলছেন, যেসব পাখি খাঁচায় থেকে অভ্যস্ত, সেগুলো বাণিজ্যিকভাবে পালন করতে পারলে এ খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

সোসাইটির সভাপতি সাব্বির আহমেদ মুন্না সকালে বাংলানিউজকে বলেন, ‘খাঁচায় পাখি পোষে যারা, নেশা ও সন্ত্রাসমুক্ত থাকে তারা’, এ শ্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো খুলনায় বিদেশি পোষা পাখি প্রদশর্নীর আয়োজন করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পাখিতে মুগ্ধ করছে পাখিপ্রেমীদের

আপডেট টাইম : ১২:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ বর্ণিল ও বাহারি রঙের বিদেশি পাখি খাঁচায় বন্দি। খাঁচায় পোষা এসব পাখির কিচিরমিচির শব্দ, ডানা ঝাপটানো, আবার শান্ত চুপচাপ বসে থাকা সবই মুগ্ধ করছে পাখিপ্রেমীদের। বর্ণিল এসব পোষা পাখির আকর্ষণে ছুটে এসেছেন পাখিপ্রেমী শত শত মানুষ। খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী ‘খাঁচায় পালিত বিদেশি পোষা পাখি’ প্রদর্শনীর শেষ দিন শনিবার (২৪ ফেব্রুয়ারি) পাখি দেখে মুগ্ধ হতে দেখা গেছে পাখিপ্রেমীদের। ভিনদেশি পাখিরা লোহার খাঁচায় বন্দি থেকেও কতোটা নৈবেদ্যের সুর তোলে তা প্রদর্শনীতে এসে জানতে পারছেন আগতরা।

প্রদর্শনীতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখিপ্রেমীরা এসেছেন তাদের শখের প্রায় অর্ধশত পাখি নিয়ে। খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করেছে।

কোনো প্রবেশ মূল্য ছাড়াই প্রদর্শনীতে ঢুকতে পারছেন দর্শনার্থীরা। একসঙ্গে এতো বিদেশি পাখি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন আগতরা। নতুন নতুন পাখির সঙ্গে পরিচিতও হচ্ছেন তারা।

Related image

আয়োজক সূত্র জানায়, প্রদর্শনীতে বিদেশি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাউ, গ্রিন উইন্স রেড ম্যাকাউ, সালফার ক্রেস্টেড কাকাতুয়া, রিং নেক প্যারোট, গ্রে প্যারোট, সান কনুর, লরিকেট, গোল্ডেন ম্যানটেইল রোজিলা, জেন্ড এ কনুর, পাইনঅ্যাপেল কনুর, গ্রে গ্রিন টার্কোজিয়ান, সাদা টিয়া, হলুদ টিয়া, বদরিকা, জাভা, ফিন্স, গোল্ডিয়ানা ফিন্স, বাংলিশ ফিন্স, বাজেরিগার, সিনামন পার্ল ককাটেল, লুটিনো, লাভ বার্ড, ক্রেসটেড ডাভ, সিল্কি হেন, বেনথান হেন এবং অস্ট্রেলিয়ান বাজেরিগারসহ প্রায় ৫০ প্রজাতির পাখি স্থান পেয়েছে।

কেউ কেউ বলছেন, যেসব পাখি খাঁচায় থেকে অভ্যস্ত, সেগুলো বাণিজ্যিকভাবে পালন করতে পারলে এ খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

সোসাইটির সভাপতি সাব্বির আহমেদ মুন্না সকালে বাংলানিউজকে বলেন, ‘খাঁচায় পাখি পোষে যারা, নেশা ও সন্ত্রাসমুক্ত থাকে তারা’, এ শ্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো খুলনায় বিদেশি পোষা পাখি প্রদশর্নীর আয়োজন করা।