হাওর বার্তা ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তেরচর-ভাঙ্গারমোনা লঞ্চঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে দূরে থাকার প্রত্যয়ে গ্রামীণ উৎসবের মাধ্যমে আনন্দ-বিনোদনের লক্ষে মুলাদীতে স্থানীয়দের সহায়তায় এই উৎসবের আয়োজন করেন একতা সংঘের সদস্যরা। শুক্রবার সকাল ১০টা থেকে পশ্চিম তেরচর-ভাঙ্গারমোনা লঞ্চঘাট এলাকায় হাডুডু খেলা, দাড়িয়াবান্দা, তৈলাক্ত কলা গাছে ওঠা, রশি টানা-টানি প্রতিযোগিতাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও আনন্দ উৎসব পালন করেন হাজারো মানুষ।
তবে এই আনন্দ উৎসবের মূল আকর্ষণ ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। বিকেল ৪টার দিকে শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়।
নৌকা বাইচে ৩টি নৌকার মধ্যে বাটামার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সিকদারের নৌকা বিজয়ী হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান মিঠু খান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, মুলাদী থানা পুলিশের ওসি মোঃ মতিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছালেহ উদ্দীন হাওলাদার, মুলাদী সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। নৌকা বাইচে ৩টি নৌকার মধ্যে বাটামার ইউনিয়ন চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদারের নৌকা বিজয়ী হয়।