হাওর বার্তা ডেস্কঃ রোববার বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি হবে হাইকোর্টে। কিন্তু বেগম জিয়া দীর্ঘ কারাবাসেরই প্রস্তুতি নিচ্ছেন। নারী ডেপুটি জেলারকে বেগম জিয়া বলেছেন, ‘ওরা আমাকে সহজে ছাড়বে না। সরকারের পতনের আগে আমার মুক্তি নাই।
গত বৃহস্পতিবার বিকেলে ডেপুটি জেলার তাঁর বাসা থেকে আরও কিছু শাড়ি, কসমেটিকস এবং নিত্য ব্যবহার্য হস্তান্তর করেন। এগুলো তাঁর পরিবারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। ডেপুটি জেলার তাঁকে বলেন, ‘ম্যাডাম, রোববারই আশা করি আপনার জামিন হয়ে যাবে। এত কাপড় চোপড় দিয়ে কি করবেন?’ জবাবে বেগম জিয়া ওই মন্তব্য করেন।
কাপড় চোপড় ছাড়াও বেগম জিয়ার জন্য শুকনো খাবার, কুলার ফ্যান এবং মাইক্রো ওভেন পাঠানো হয়েছে জেলে। কারাগার সূত্রে বলা হয়েছে, বেগম জিয়া সকালে ঘুম থেকে ওঠেন দেরিতে। দুপুরের খাবার খান বেলা তিনটা-চারটায়। প্রায় সময়ই খাবার ঠাণ্ডা হয়ে যায়। এজন্যই জেল কর্তৃপক্ষ তাকে মাইক্রো ওভেন আনার অনুমতি দিয়েছে।