আজ কৃষিবিদ দিবস পরশু আলোচনা ও পদক বিতরণে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ মহামান্য রাষ্ট্রপতির আগমণের উদ্দিপনায় আজ মঙ্গলবার শুরু হচ্ছে কৃষিবিদ দিবসের দু’দিনের অনুষ্ঠান। আগামীকাল বুধবার দিবসের দ্বিতীয় দিনে আলোচনা ও পদক বিতরনে প্রধান অতিথি থাকবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এদিন বিকাল ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) এর থ্রীডি হলে অনুষ্ঠিত হবে কৃষিবিদ দিবসের এই আলোচনা সভা ও পদক বিতরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে কৃষিবিদদের সরকারি চাকুরিতে প্রবেশ পদে প্রথম শ্রেনীর মর্যাদা দেয়ার ঘোষণা দেন। এই দিনের স্মরণে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ ২০১১ সাল থেকে ১৩ ফেব্রুয়ারি ‘কৃষিবিদ দিবস’ হিসেবে পালন করে আসছে। আজ মঙ্গলবার দুপুর ৩ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শুরু হবে এবারের কৃষিবিদ দিবসের কর্মসূচি। খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) চত্বরে অনুষ্ঠিত হবে পিঠা উৎসব। এর আগে একই স্থান থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু এবং মানিকমিয়া এ্যভিনিউতে শেষ হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর