খালেদা জিয়া আমাকে অনেক মামলা দিয়েছিলেন : এরশাদ

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘রায় মেনে নিতে হবে। আমার বেলাতেও বেগম জিয়া অনেক মামলা দিয়েছিলেন। ৪২টি মামলা দিয়েছিলেন। অনেক রায় হয়েছে, মাথা পেতে মেনে নিয়েছি।

আজ ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা এলাকায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ এম এরশাদ।

এইচ এম এরশাদ বলেন, ‘আমার স্ত্রী, পুত্রকে জেলে দেওয়া হয়েছিল। আমার সমস্ত নেতাকে জেলে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও জাতীয় পার্টি নির্বাচন করেছে জেলখানার মধ্যে থেকে।’

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘সহায়ক সরকার বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না। সংবিধানে যেটা লেখা আছে, সে সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা আমি বিশ্বাস করি।’

এইচ এম এরশাদ বলেন, ‘আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনমুখী দল। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচন করেছি। আমি ছয় বছর জেলে ছিলাম। দুটি নির্বাচন জেল থেকে করেছি।’ তিনি আরো বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থীর ব্যবস্থা করেছি, নির্দেশও দিয়েছি। ভবিষ্যৎই বলবে আমরা কীভাবে নির্বাচন করব।’

এ সময় তার সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহামেদ মুক্তি, প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকরুল ইমাম, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর