মৌলভীবাজার জেলা ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

হাওর বার্তা ডেস্কঃ দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মৌলভীবাজার জেলা ইজতেমা।

আজ দুপুরে ইজতেমা ময়দান শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর মাঠে এই মোনাজাত হয়। দুপুর ১২টা ৫০ মিনটের সময় শুরু হওয়া এই মোনাজাত চলে প্রায় আধা ঘণ্টাব্যাপী। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ফারুক। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান।

মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়। মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়।

মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানে উপস্থিত হন মুসল্লিরা। ময়দানের ও আশপাশের সড়ক গুলোতে অবস্থান নেন তারা। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

গত ২৫ জানুয়ারি গত বৃহস্পতিবার বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর