ধারাবাহিকে মীর সাব্বির ও অহনা ‘আসি গেছে ফেইজবুক’

হাওর বার্তা ডেস্কঃ একটি কম্পিউটার সেন্টারের নাম সুজন কম্পিউটার ট্রেনিং ফেসবুক অ্যান্ড ইন্টারনেট। এখানে গ্রামের মানুষকে ইন্টারনেট ব্যবহার করা ও ফেসবুক চালানো শেখানো হয়। পড়ালেখা ছেড়ে এই ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে সুজন। তার ধারণা, বিলগেটসও বেশি পড়ালেখা করেননি। টেকনিক্যাল জ্ঞান অর্জন করে তিনিও তার মতো হয়ে যেতে পারেন! এমনই হাস্যরসাত্মক গল্পের ধারাবাহিক ‘আসি গেছে ফেইজবুক’।

এতে সুজন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। এতে মীর সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন অহনা। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ফেসবুক চালাতে গিয়ে এক প্রবাসী মেয়ের সঙ্গে পরিচয় হয় সুজনের। একসময় মেয়েটি বিদেশ থেকে চলে আসে তার বাড়িতে। গ্রামে হইচই পড়ে যায়। গল্প মোড় নেয়। অন্যদিকে সুজনের কম্পিউটার সেন্টার নিয়ে ঘটতে থাকে নানা কাণ্ড। এভাবেই এগিয়ে যাবে গল্প। ফেব্রুয়ারির শেষের দিকে নাটকটি যে-কোনো একটি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর