হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলে মুসলিম লীগের মতো পরিণতি বরণ করতে হবে। তবে নির্বাচনে আসলেও সন্ত্রাস ও দুর্নীতির মূল হোতা বিএনপি এ দেশে আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।
গতকাল বিকেলে টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-পাঠ্যক্রমিক উৎসব ও বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. বজলুর রশিদ খান চুন্নুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আ. গফুর মন্টু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম প্রমুখ।