আমি একজন কৃষক ক্ষতি কি ওমর সানী

হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা ওমর সানী এখনো অভিনেতা হবার চেষ্টা করছেন। বিস্মিত হওয়ার কিছু নেই। নিজেকে অতি সাধারণ ভেবে তিনি এখনো অভনয় শেখার চেষ্টা করে যাচ্ছেন।

গত ৭ই জানুয়ারি তিনি তাঁর ফেইসবুক স্ট্যাটাসে এমনটাই জানালেন ওমর সানী। পাঠকদের উদ্দেশ্যে অভিনেতা ওমর সানীর ফেইসবুক স্ট্যাটাসটি বরাবর তোলে ধরা হল।

ওমর সানী বলেন, ’নিজেকে সাধারন ভাবাটাই একজন মানুষের প্রকৃত ভাবনা। আমি নিজেকে সবসময় একজন সাধারন মানুষ হিসেবে ভাবি। আমি অভিনেতা হয়েছি কিনা জানি না। তবে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই যে, মনে করেন আমি একজন কৃষক, ক্ষতি কি? ক্যামেরার সামনে আমি নিজেকে অতি অসাধারন ভাবে সাজাতে চাই। আমি, অভিনয়, ডান্স, ফাইট বিভিন্ন চরিত্র করে নিজেকে ভাঙ্গার চেষ্টা করি বার বার।

কারন একটাই, আমার মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না এটাই বাস্তব। কারন আমাকে তখন অতি সাধারন অবস্থায়ই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমি প্রথমেই বলেছি নিজেকে সবসময় সাধারন ভাবি এবং ভাবা উচিত।

আমার মৃত্যুর পর একটাই চাওয়া রইল, আপনাদের ভালোবাসা। আর রেখে যেতে চাই আমার সৎকর্ম।
মহান রাব্বুলআলামিন সবাইকে হেফাজতে রাখুক।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর