২০১২ সালের পর ২০১৪ সালের এশিয়া কাপও আয়োজিত হয় বাংলাদেশে। সম্ভাবনা রয়েছেন ২০১৬ এশিয়া কাপও বাংলাদেশে হওয়ার। ভারত যদি অপরাগতা প্রকাশ করে, তাহলে বাংলাদেশেই টানা তৃতীয়বারের মতো বসবে এশিয়া কাপের আসর।
তবে ২০১৪ এশিয়া কাপে যে কয়টি দল অংশ নিয়েছিল পরবর্তী এশিয়া কাপেও সেই কয়টি দলই থাকছে। বাংলাদেশে অনুষ্ঠিত সবশেষ এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ২০১৬ এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা- এ চারটি দল ঠিক থাকছে। পঞ্চম দল হিসেবে যোগ্যতার প্রমাণ দিয়ে আসবে এশিয়ার সহযোগী একটি দেশ। নভেম্বর মাসের শেষ দিকে হংকং, আফগানিস্তান ও ওমানকে নিয়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে ২০১৬ এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে খেলার।
এশিয়া কাপের আগের আসরগুলো ওয়ানডে ফরম্যাটে হলেও এবার হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর সেটার কারণ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখেই এশিয়া কাপও হবে ২০ ওভারের।