বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে ধানমণ্ডি এলাকার ১০/এ নিজ বাসা হুম্মামকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ধানমন্ডি থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ‘গুলশান থানায় একটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় আদালত হুম্মাম কাদেরের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। যেহেতু তার বাসা ধানমন্ডি থানায় তাই সেই পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’