বহুল আলোচিত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে তাকে ভর্তি করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, মন্ত্রী সাহেব শঙ্কামুক্ত। তাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। কয়েক দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবেন। মাইদুল ইসলাম বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে আনা হয়।