হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হাল্কা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা ওমর ফারুক।
ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক ও বউত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্র বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্কতা সংকেতও দেখাতে হবে না বলে জানা গেছে।