হাওর বার্তা ডেস্কঃ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়ন দাখিল করা ১৩ মেয়র প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীসহ ১৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে ৮ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ জন রয়েছেন। আজ (২৬ নভেম্বর) বিকেলে যাচাই বাছাইয়ে শেষ দিনে এ তথ্য জানান রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।
রিটানিং কর্মকর্তা বলেন, ঋণ খেলাপি এবং ত্রুটিযুক্ত কাগজপত্র সংযুক্ত থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
মেয়র পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন: রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক, স্বতন্ত্র সুইটি আনজুম, মেহেদী হাসান বনি, শাকিল রায়হান ও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ
অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে ৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়।
সুভাষ চন্দ্র সরকার আরো জানান, ১৩ জন মেয়র প্রার্থীর মধ্যে ৬ জন ছাড়াও ২শ ৯৩ জন নারী ও পুরুষ কাউন্সিলদের মধ্যে ৮ জন সাধারন কাউন্সিলর এবং ৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল হয়েছে ।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ৪ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।