হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সারা দেশের ন্যায় দক্ষিনাঞ্চলেরও উন্নয়ন হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অমলে পদ্মা সেতু, খুলনা-মোংলা রেল, খানজাহান বিমান বন্দর, মোংলা বন্দরের আধুনিকায়ন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
গতকাল বিকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তাঁর নির্বাচনী এলাকার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোল্লাহাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, এমপিপত্নী রূপা চৌধুরী, মেয়ে ব্যারিষ্ট্রার শেখ ফজিলাতুননেছা অনন্যা, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, খুলনা র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা মহিলা আওযামী লীগের সাধারণ সম্পাদক শরিফা হেমায়েত, চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি দিল ফারজানা বিথী প্রমুখ।
এমপি শেখ হেলাল ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে নির্মিত চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মানে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লাখ টাকা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এছাড়া তিনি ৫০ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন, ভিক্ষুক পূর্নবাস কর্মসূচীর আওতায় ৪৮ জন মহিলাকে নগত ৩হাজার টাকা ও একটি কম্বল এবং প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে হতদরিদ্র ১৪ জন মহিলার মাঝে ৫ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন।