হাওর বার্তা ডেস্কঃ বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
আজ রাজবাড়ীর পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি এদেশে। শুধু হাওয়া ভবন বানিয়ে সারা দেশে লুটপাট করেছে।
তিনি আরো বলেন, পাকিস্তানের এজেন্ট বিএনপি এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না বলেই তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহবুল হাসান (নওফেল), রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরাত আলী, সংরিক্ষত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সহকারী সচিব মো. সাইফুজ্জামান শেখর, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কেএম শফিকুল মোর্শেদ আরুজ।