হাওর বার্তা ডেস্কঃ দেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে আবার ক্ষমতায় বসাতে হবে। তিনি ক্ষমতায় থাকলে কৃষি সেক্টরে বিপ্লব ঘটবে। সেজন্য কৃষিবান্ধব নেতা পল্লীবন্ধুকে আরেকবার সুযোগ দিন।’
আজ বিকেলে রাজধানীর ধামরাইয়ে নওগাঁও আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক পার্টির ঢাকা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির আমলে কৃষকরা ভালো ছিল। ফসলের ন্যায্য মূল্য পেয়েছিল। তারপর কত সরকারের বদল হলো, কিন্তু কৃষকদের ভাগ্যের উন্নয়ন হয়নি। সাধারণ কৃষকরা এখনো যেসব সুযোগ-সুবিধা ভোগ করছেন তার শতভাগ অবদান একমাত্র হুসেইন মুহম্মদ এরশাদের।’
জাতীয় কৃষক পার্টিকে সুসংগঠিত করে হুসেইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান সাহিদুর রহমান টেপা।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক পার্টি ঢাকা জেলার সভাপতি কহিনুর ইসলাম। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান খাঁন।
প্রধান বক্তা ছিলেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মামুন। আরো বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া, এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, গোলাম মোস্তফা, রমজান ভুইয়া, সাইফুল ইসলাম নয়ন প্রমুখ।
উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টির ঢাকা জেলার সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাভার উপজেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, অভিজিৎ ঘোষ তুষার, নওগাঁও আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিয়াম উদ্দিন আহম্মেদ প্রমুখ।
ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি খান মোহাম্মদ ইসরাফিল খোকন সম্মেলন উদ্বোধন করেন।