হাওর বার্তা ডেস্কঃ এক বছর আগেও মাদকদ্রব্য পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত ছিল উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট।
কিন্তু বর্তমানে পুলিশের বিশেষ অভিযানে কমে এসেছে মাদকের বিস্তার। মাদক ব্যবসায়ীদের অনেকেই শপথ নিয়ে ফিরে এসেছেন সমাজের মূল ধারায়। জীবিকা নির্বাহ করছেন কৃষিসহ নানা কাজ করে।
লালমনিরহাটের মোগলহাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে আসত মাদক। গড়ে উঠেছিল মাদক ব্যবসায়ীদের বড় সিন্ডিকেট।
গত এক বছরে পুলিশের বিশেষ অভিযানে কমে এসেছে তাদের দৌরাত্ম। অনেকে মাদক ব্যবসা ছেড়ে ফিরে এসেছেন সমাজের মূল ধারায়।
অনেকেই যুক্ত হয়েছেন কৃষি কাজে, কেউ রিকশা চালিয়ে, কেউ আবার পোশাক কারখানায় কাজ করে সংসার চালাচ্ছেন।
এলাকাবাসী জানিয়েছেন, গত একবছর আগেও এই জেলায় মাদকের অবাধ বাণিজ্য ছিল। সীমান্তের বিভিন্ন পথ দিয়ে মাদক আসত। কিন্তু পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসা কমে এসেছে।
তারা আরো জানান, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল তাদের অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়েছেন।
কেউ কেউ লালমনিরহাট শহরসহ রাজধানী ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে জীবন ধারণ করছেন। পোশাক কারখানাতেও অনেকেই চাকরি নিয়েছেন।
ফলে এলাকার অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদককে দমন করার জন্য জেলা পুলিশ কঠোর মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।