হাওর বার্তা ডেস্কঃ ভারতে হায়দ্রাবাদ শহরে একজন ভিক্ষুককে ধরিয়ে দিলেই ৬৩৯ টাকা (৫০০ রুপি) পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী ১৫ ডিসেম্বর থেকে হায়দ্রাবাদকে ভিক্ষুক-মুক্ত শহর হিসেবে ঘোষণা দিয়েছেন। শহরটিতে আগামী দু`মাস ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেছেন।
গত সপ্তাহে পুলিশকে বাস ও রেল স্টেশন থেকে ভিক্ষুকদের ধরে নিয়ে যেতে দেখা গেছে। তারপর তাদেরকে পাঠয়ে দেওয়া হয়েছে হায়দ্রাবাদের কেন্দ্রীয় কারাগারের পাশে একটি পুনর্বাসন কেন্দ্রে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চলতি মাসের শেষের দিকে হায়দ্রাবাদে যাবেন বলে কথা রয়েছে। সমালোচকরা বলছেন, ইভাঙ্কা ট্রাম্পের সফরকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন হায়দ্রাবাদ গিয়েছিলেন তখনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
রাজ্য সরকার বলছে, এ পর্যন্ত ৩৬৬ জন ভিক্ষুককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১২৮ জনকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। ভিক্ষা করবেন না- এই প্রতিশ্রুতি দেওয়ার পর ২৩৮ জনকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
কর্মকর্তারা বলছেন, এই অভিযান শুরু হওয়ার পর প্রায় ৫,০০০ ভিক্ষুক পাশের অন্যান্য শহরে চলে গেছেন।