হাওর বার্তা ডেস্কঃ ইনজুরি কাটিয়ে মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে ফিরছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল।
তামিমের মাঠে ফেরা নির্ভর করছিল জাতীয় দলের ফিজিও রিপোর্টের ওপর। কুমিল্লা টিম ম্যানেজমেন্টও জোর করেননি। বলা হয়েছিল তামিম সুস্থ হলে এবং ম্যাচ ফিটনেস ফিরে আসলেই যেন মাঠে নামেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বাঁপায়ের ঊরুতে চোট পেয়েছিলেন তিনি। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে বাঁহাতের ব্যথাটিও তার অনেকটাই সেরে গেছে।
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তামিমের পুরোনো যে সমস্যা ছিল সেটা পুরোপুরি সেরে উঠেছে। পরশু হাতের উল্টো দিকের হাড়ে বল লেগে যে ব্যথা পেয়েছিলো ওটাও দু’দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। তাই সামনের ম্যাচে সে খেলছে-এমনটা আশা করা যায়।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম প্রস্তুতি ম্যাচেই ঊরুর চোট পান তামিম। চোট পুরো সেরে ওঠার আগেই খেলেছেন টেস্ট ম্যাচ। ওই ম্যাচে আবার চোট পাওয়ায় খেলতে পারেননি পরের টেস্ট ও প্রথম ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে আবার চোট পান পুরোনো জায়গায়। ফলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগেই দেশে ফিরেছিলেন তামিম। এজন্যই বিপিএলে মাঠে নামার আগে ছিলেন শতভাগ সাবধানী। খেলেননি প্রথম তিন ম্যাচ।