ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন আগুয়েরো

হাওর বার্তা ডেস্কঃ ডিয়েগো ম্যারাডোনা ও সার্জিও আগুয়েরো আর্জেন্টিনার দুই প্রজন্মের দুই খেলোয়াড়। ম্যারাডোনা সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। অন্যদিকে আগুয়েরো সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন। দুজনের মধ্যে তফাৎ বিশাল। তবে একটা দিক থেকে আর্জেন্টিনা ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ককে ছাড়িয়ে গেলেন ম্যানচেস্টার সিটি তারকা। দেশের জার্সিতে গোলসংখ্যায় ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন আগুয়েরো।

গতকাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়াকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। ম্যাচের ৮৬তম মিনিটে আগুয়েরোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-নীলরা। রাশিয়ার জালে কল পাঠানোর মধ্য দিয়ে গোলসংখ্যায় ম্যারাডোনাকে ছাড়িয়ে যান ম্যানসিটি তারকা।

আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন ম্যারাডোনা। অন্যদিকে ৮৩ ম্যাচ খেলে আকাশী-নীল জার্সিতে আগুয়েরোর গোলসংখ্যা ৩৫। আর্জেন্টিনা সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোল করা হার্নান ক্রেসপোকে (৬৪ ম্যাচে ৩৫ গোল) স্পর্শ করেছেন আগুয়েরো।

আগুয়েরোর চেয়ে এগিয়ে রয়েছেন কেবল লিওনেল মেসি ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা। রেকর্ড সর্বোচ্চ ৬১ গোল নিয়ে চূড়ায় রয়েছেন মেসি। অন্যদিকে বাতিস্তুতা আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৫৪ গোল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর