হাওর বার্তা ডেস্কঃ ফ্লিপকার্টের প্রথম স্মার্টফোনের আত্মপ্রকাশ ঘটেছে। বিলিয়ন ব্র্যান্ডের স্মার্টফোন ‘ক্যাপচার প্লাস’ আগামী ১৫ নভেম্বর থেকে পাওয়া যাবে উপমহাদেশের বাজারে। তবে তার আগে জেনে নেওয়া যাক এই স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে। গতকাল এর আত্মপ্রকাশ হয়।
চলতি বছরের জুলাই মাসেই নতুন স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছিল অনলাইন বিপণন সংস্থাটি। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই মডেলটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান বিলিয়ন ক্যাপচার প্লাস হ্যান্ডসেটে সেটটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং আনলিমিটেড ক্লাউড স্টোরেজ। সেই সঙ্গে দ্রুত চার্জিংও সাপোর্ট করবে এই হ্যান্ডসেটটি। বাজারে ভিন্ন দামের দুটি ক্যাপচার প্লাস হ্যান্ডসেট পাবেন ক্রেতারা। একটি ৩ জিবি ব়্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি যুক্ত। আর ৪ জিবি ব়্যাম যুক্ত মডেলটির স্টোরেজ ক্ষমতা ৬৪ জিবি। কালো এবং সোনালি রঙের মধ্যে যে কোনোটি বেছে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
৫.৫ ইঞ্চি সম্পূর্ণ HD ডিসপ্লের অ্যান্ড্রয়েড ৭.১.২ নোগাট ভার্সনের মডেলটি মেটালিক বডির।
দু’টি মডেলেই ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।
রিয়ার ক্যামেরায় দু’টি ১৩ মেগাপিক্সল সেন্সর ও ফ্ল্যাশ মডিউল রয়েছে।
৩৫০০ মিলি আ্যাম্পিয়ার ব্যাটারি-যুক্ত ফোনটি একবার চার্জ করলেই চলবে টানা দু’দিন। তাছাড়া মাত্র ১৫ মিনিট চার্জ করলেই ফোনটি ৭ ঘণ্টা ব্যবহার করা যাবে।
তবে ফিচারের প্রকারভেদে দু’টি ফোনের দামও আলাদা। ৩ জিবি ব়্যামের ফোনটি কিনতে আপনাকে খরচ করতে হবে ১৩০ মার্কিন ডলার। আর ৪ জিবি ব়্যাম বিশিষ্ট মডেলটি পাওয়া যাবে ১৫০ ডলারে।