হাওর বার্তা ডেস্কঃ দেশে এবার একদলীয়ভাবে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ (১০ নভেম্বর) দুপুরে ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীর বাড়িতে আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
মওদুদ বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। আর এ সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। এটাকে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বলতে পারি। আর এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’
আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, কবি জসীমউদদীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার, স্থানীয় পৌর কাউন্সিলর শামসুল আরেফিন সাগর প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ২৫টি স্কুলের তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সেরা ৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ ও অর্থ প্রদান করা হয়।
বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ছিল একটি কলঙ্কের দিন। সেই দিন দেশের মানুষ ভোটারবিহীন একটি নির্বাচন দেখেছে। যেখানে ১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমি বলব, এটা একটি অনির্বাচিত সরকার।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘সরকার চাইছে দলীয় পদ্ধতিতে একটি নির্বাচন করতে। আর এ নির্বাচনে বিরোধী দল বলে কোনো দল থাক, এটা তারা চায় না।’
এর আগে মওদুদ আহমদ পল্লীকবি জসীমউদদীন এবং তার দুই ছেলে আমান মওদুদ ও আসিফ মওদুদের কবরে ফুল দিয়ে মোনাজাত করেন।
দুপুরে তিনি কবির বাড়ির আঙিনায় মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেবেন। বিকেলে কবির বাড়ির সামনে আসিফ-আমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনও করবেন তিনি।