হাওর বার্তা ডেস্কঃ ২২০টির বেশি মামলা মাথায় নিয়ে জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক ছাত্রনেতা সাইফুল আলম নীরব। তিনি বলেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পেছনে যাওয়ার সুযোগ নেই।
রাজপথে ইদানীং বিএনপি নেতাকর্মীদের ব্যাপকহারে উপস্থিতি প্রসঙ্গে সম্প্রতি হাওর বার্তার সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে ফেরার পর বিমানবন্দর থেকে তার বাসা পর্যন্ত এবং সেই সঙ্গে কক্সবাজার সফর বা আদালতে হাজিরার সময় দলের নেতাকর্মীদের উপস্থিতি যে বাড়ছে কিছুদিন আগেও তার চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। উপস্থিতি কম হতো বলে বিএনপিকে বলা হতো, ‘বিবৃতি নির্ভর পার্টি’।
রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাইফুল আলম নীরব বলেন, বর্তমানে রাজনীতি বলতে কিছু নেই। একদলীয় সরকার, এখানে রাজনীতির পরিবেশ নেই। নব্যবাকশালী আছে দেশে।
চলতি মাসেই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে জাতীয়তাবাদী যুবদল। গত জানুয়ারিতে সংগঠনটির নতুন সুপার ফাইভ কমিটি ঘোষণা হয়। এতে সভাপতির নতুন দায়িত্ব পান বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।
সাইফুল আলম বলেন, সাবেক ছাত্র ও যুব নেতাদের নিয়ে জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হবে। এতে কমিটি বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না। পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই নতুন কমিটি গঠন করা হবে।
নীরব বলেন, এ মাসের মধ্যে ২৭১ সদস্যের যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। যুবদলের নতুন কমিটি আগামী নির্বাচন এবং আন্দোলন সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি নিয়মিত স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। হামলা-মামলায় আহত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিকে নজর রেখেছেন নীরব। প্রতিদিনই কোনো না কোনো নেতাকর্মীকে দেখতে হাসপাতালে ছুটতে হচ্ছে তাকে।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে বিএনপি সরকার গঠন করবে। মানুষের অধিকার রক্ষা করবে।