ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রিয়ালের দরজা খোলা নেইমারের জন্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ২৬১ বার
হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদো দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছিলেন। নেইমারও কি সেই পথে হাঁটবেন ? বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো ব্রাজিলিয়ান সুপারস্টারকে ঘিরে এমন গুঞ্জণ বাতাসে ভাসছে।
সাবেক বার্সা তারকা নেইমারের জন্য রিয়ালের দরজা খোলা। স্বয়ং রিয়াল অধিনায়ক সের্গিও রামোস এ মন্তব্য করেছেন। গত আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে চার বছরের বার্সা অধ্যায়ের ইতি টেনে প্যারিসে থিতু হন পেলের উত্তরসূরি। কিন্তু পিএসজিতে কি সুখী আছেন নেইমার ? পিএসজি কোচকে সহ্য হচ্ছে না নেইমারের !
পেনাল্টি কিক কে নেবেন, এ নিয়ে এডিনসন কাভানির সঙ্গে দ্বন্দ্ব, ক্লাবে অতিরিক্ত প্রভাব বিস্তার নিয়ে সতীর্থদের অসন্তুষ্টির গুঞ্জনের পর কোচ উনাই এমেরির অধীনে নেইমারের অসন্তোষের খবরে অদূর ভবিষ্যতে রিয়ালে নাম লেখানোর সম্ভাবনায় বাড়তি হাওয়া দিচ্ছে। সম্প্রতি গুঞ্জন ওঠে আগামী মৌসুম শেষে মাদ্রিদে যাচ্ছেন নেইমার। তখন তার বয়স হবে ২৭।
এ নিয়ে রিয়াল অধিনায়ক রামোসের প্রতিক্রিয়া, ‘আমি সেরাদের পেতে পছন্দ করি। নেইমার তাদের মধ্যে একজন। হয়তো সরাসরি রিয়াল মাদ্রিদে আসার চেয়ে পিএসজিতে যাওয়াটা তার জন্য সহজ ছিল। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। রিয়ালের জন্য নেইমারের দরজা খোলা, যদি সে আসতে চায়। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।’
ক্লাব ক্যারিয়ারে ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো সরাসরি বার্সা ছেড়ে রিয়ালে যোগ দেননি। কাতালানদের হয়ে এক মৌসুম (১৯৯৬-৯৭) খেলেই ইন্টার মিলানে পাড়ি জমিয়েছিলেন। পাঁচ মৌসুম পর রিয়ালে যোগ দিয়ে সেসময়কার দলবদলের বাজারে হইচই ফেলে দিয়েছিলেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই সাবেক ফরোয়ার্ড। গ্যালাকটিকোদের জার্সিতে পাঁচ বছর খেলেন সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড।
ফ্রান্সের লীগ ওয়ানে আট ম্যাচে সাত গোল করে শিরোপা পুনরুদ্ধারে পিএসজিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার। চার পয়েন্টের লিড নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লীগেও এবার ফেভারিট দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করা পিএসজি। ‘বি’ গ্রুপে শক্তিশালী বায়ার্ন মিউনিখের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তারা। চারটি গোল করেছেন নেইমার।
জানতেন না মেসি …
নতুন মৌসুম শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে গুঞ্জন ছড়ায় নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে। সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে তিনি পিএসজিতে যাওয়ার আগে পর্যন্ত বোঝা যায়নি যে, সেটা গুঞ্জন ছিল না। লিওনেল মেসিও জানতেন না। শেষ মুহূর্তে তিনি জানতে পেরেছিলেন, নেইমার ন্যুক্যাম্প ছাড়ছেন।
লিওনেল মেসির বিয়ের দিন নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানতে পেরেছিলেন জাভি ও জেরার্ড পিকে। গত জুনে দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেন মেসি।
পিকে বলেছেন, ওইদিন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা জানান। গত অক্টোবরে জাভি জানান, তিনিও বিষয়টা জানতে পেরেছেন সেদিন।
কিন্তু সবচেয়ে কাছের বন্ধু হয়েও নিজের বিয়ের দিন মেসি শুনতে পারেননি নেইমারের বিদায় রাগিণী।
ইএসপিএনের সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘সত্যি, আমি জানতাম না। যুক্তরাষ্ট্র সফরের শেষদিন পর্যন্ত আমাদের কথা হয়েছিল এবং আমরা কিছুই জানতাম না। সে বলেছিল, বুঝতে পারছে না কী করবে। অন্যরা বলছে তারা জানে। কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না, যদিও তার সঙ্গে অনেক কথা হয়েছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রিয়ালের দরজা খোলা নেইমারের জন্য

আপডেট টাইম : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদো দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছিলেন। নেইমারও কি সেই পথে হাঁটবেন ? বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো ব্রাজিলিয়ান সুপারস্টারকে ঘিরে এমন গুঞ্জণ বাতাসে ভাসছে।
সাবেক বার্সা তারকা নেইমারের জন্য রিয়ালের দরজা খোলা। স্বয়ং রিয়াল অধিনায়ক সের্গিও রামোস এ মন্তব্য করেছেন। গত আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে চার বছরের বার্সা অধ্যায়ের ইতি টেনে প্যারিসে থিতু হন পেলের উত্তরসূরি। কিন্তু পিএসজিতে কি সুখী আছেন নেইমার ? পিএসজি কোচকে সহ্য হচ্ছে না নেইমারের !
পেনাল্টি কিক কে নেবেন, এ নিয়ে এডিনসন কাভানির সঙ্গে দ্বন্দ্ব, ক্লাবে অতিরিক্ত প্রভাব বিস্তার নিয়ে সতীর্থদের অসন্তুষ্টির গুঞ্জনের পর কোচ উনাই এমেরির অধীনে নেইমারের অসন্তোষের খবরে অদূর ভবিষ্যতে রিয়ালে নাম লেখানোর সম্ভাবনায় বাড়তি হাওয়া দিচ্ছে। সম্প্রতি গুঞ্জন ওঠে আগামী মৌসুম শেষে মাদ্রিদে যাচ্ছেন নেইমার। তখন তার বয়স হবে ২৭।
এ নিয়ে রিয়াল অধিনায়ক রামোসের প্রতিক্রিয়া, ‘আমি সেরাদের পেতে পছন্দ করি। নেইমার তাদের মধ্যে একজন। হয়তো সরাসরি রিয়াল মাদ্রিদে আসার চেয়ে পিএসজিতে যাওয়াটা তার জন্য সহজ ছিল। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। রিয়ালের জন্য নেইমারের দরজা খোলা, যদি সে আসতে চায়। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।’
ক্লাব ক্যারিয়ারে ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো সরাসরি বার্সা ছেড়ে রিয়ালে যোগ দেননি। কাতালানদের হয়ে এক মৌসুম (১৯৯৬-৯৭) খেলেই ইন্টার মিলানে পাড়ি জমিয়েছিলেন। পাঁচ মৌসুম পর রিয়ালে যোগ দিয়ে সেসময়কার দলবদলের বাজারে হইচই ফেলে দিয়েছিলেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই সাবেক ফরোয়ার্ড। গ্যালাকটিকোদের জার্সিতে পাঁচ বছর খেলেন সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড।
ফ্রান্সের লীগ ওয়ানে আট ম্যাচে সাত গোল করে শিরোপা পুনরুদ্ধারে পিএসজিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার। চার পয়েন্টের লিড নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লীগেও এবার ফেভারিট দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করা পিএসজি। ‘বি’ গ্রুপে শক্তিশালী বায়ার্ন মিউনিখের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তারা। চারটি গোল করেছেন নেইমার।
জানতেন না মেসি …
নতুন মৌসুম শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে গুঞ্জন ছড়ায় নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে। সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে তিনি পিএসজিতে যাওয়ার আগে পর্যন্ত বোঝা যায়নি যে, সেটা গুঞ্জন ছিল না। লিওনেল মেসিও জানতেন না। শেষ মুহূর্তে তিনি জানতে পেরেছিলেন, নেইমার ন্যুক্যাম্প ছাড়ছেন।
লিওনেল মেসির বিয়ের দিন নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্ত জানতে পেরেছিলেন জাভি ও জেরার্ড পিকে। গত জুনে দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেন মেসি।
পিকে বলেছেন, ওইদিন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা জানান। গত অক্টোবরে জাভি জানান, তিনিও বিষয়টা জানতে পেরেছেন সেদিন।
কিন্তু সবচেয়ে কাছের বন্ধু হয়েও নিজের বিয়ের দিন মেসি শুনতে পারেননি নেইমারের বিদায় রাগিণী।
ইএসপিএনের সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘সত্যি, আমি জানতাম না। যুক্তরাষ্ট্র সফরের শেষদিন পর্যন্ত আমাদের কথা হয়েছিল এবং আমরা কিছুই জানতাম না। সে বলেছিল, বুঝতে পারছে না কী করবে। অন্যরা বলছে তারা জানে। কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না, যদিও তার সঙ্গে অনেক কথা হয়েছিল।