হাওর বার্তা ডেস্কঃ মৌসুমের শুরুতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। বার্সার ছাড়ার কথা গত জুলাইয়ে লিওনেল মেসির বিয়ের অনুষ্ঠানেই জাভিকে বলেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। পিকেও জানতেন আগে থেকেই। শুধু জানতেন শুধু দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ।
ইএসপিএনের সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘সত্যিই আমি জানতাম ও (নেইমার) চলে যাচ্ছে। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে আমরা কথা হয়। ও বলছিল সিদ্ধান্ত নিতে পারছে না। অনেকে বলছে তারা জানতো। আমরা শেষ মিনিট পর্যন্ত তাকে নিয়ে কথা বলেছি।’ মেসি বললেন, ‘আমি তাকে বোঝাতে চেয়েছিলাম, ‘নেইমার ওখানে যেও না, সুখী হবে না। এসব আলাপের ভেতর শেষ দিন পর্যন্ত ও আমাকে চলে যাওয়ার বিষয়টি জানায়নি।’
নেইমারের চলে যাওয়া মেসি আর জানান, ‘আমরা ভালো বন্ধু। তাই চাচ্ছিলাম ও (নেইমার) যেন না যায়। তবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে ওকে ছেড়ে দেওয়া উচিত। কারণ বন্ধু হিসেবে তার চলে যাওয়াটা ছিল বেদনাদায়ক।’
চলতি মৌসুমের শুরুতে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন এমন খবর চাউর হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে হৈ-চৈ শুরু হয়। তবে সে সময় নেইমার অনেকটা সময় চুপ করে থাকেন। অবশেষে মৌসুমের শুরুতে পাড়ি জমান পিএসজিতে।
এদিকে পিএসজিতে যাওয়ার পর স্বপ্নের মতো শুরু করেছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় ১২ ম্যাচে করেছেন ১১ গোল।