বাধা এসেছে তবুও দমে যাইনি মেয়র খোকন

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন বাধা এসেছে কিন্তু আমাকে কেউ দমাতে পারেনি। গুলিস্তান এলাকার ফুটপাত হকারমুক্ত করেছি। বিভিন্ন প্রভাবশালী এজন্য আমাকে চাপ দিয়েছিল। তারপরও ফুটপাত হকারমুক্ত করেছি।

খোকন বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর কারণ হলো আমাদের খালগুলো দখল হয়ে আছে।  সেখানেও প্রভাবশালীরা, তবুও আমরা খাল দখলমুক্ত করার অভিযান শুরু করেছি। কোনো বাধার কাছেই নত হবো না। যতই প্রভাবশালী হোক আমরা রাজধানীর খালগুলো উদ্ধার করবো।’

আজ রাজধানীর নাজিরাবাজার সংলগ্ন বাংলাদেশ মাঠে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানী ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কাজ করবে বলে জানান মেয়র। বলেন, ‘প্রায় আড়াই কোটি মানুষের এই শহরে যানজট লেগেই থাকে, যানজট নিরসনের লক্ষ্যে আমরা কাজ শুরু করবো।’

এসময় এক পরিসংখ্যান টেনে সাঈদ খোকন বলেন, প্রায় আড়াই কোটি মানুষের এই শহরে মাত্র ৫ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়িতে, প্রায়  ২৮ শতাংশ মানুষ রিকশায়, ২২ শতাংশ মানুষ পায়ে হেঁটে এবং প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষ বাসে বা গণপরিবহনে চলাচল করে। তাই গণপরিবহনকে উৎসাহিত করে বাসের সংখ্যা বাড়াতে হবে।

খোকন বলেন, ‘গণপরিবহনে ব্যাপক অনিয়ম, এখানে শৃঙ্খলা ফেরাতে হবে। উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক চার হাজার বাস নামানোর পদক্ষেপ নিয়েছিলেন পাঁচটি কোম্পানির মাধ্যেমে। কিন্তু পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় সেই পদক্ষেপ এখনো কার্যকর হয়নি। উত্তর সিটির মতো আমরাও যানজট নিরসনে পাঁচ কোম্পানির আওতায় চার হাজার বাস নামানোর উদ্যোগ গ্রহণ করবো।’

হাজারো সমস্যা থাকা সত্ত্বেও বদলে যেতে শুরু করেছে রাজধানী ঢাকা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘আমারা ইতিমধ্যে দক্ষিণের ৩০০ রাস্তা সংস্কার করেছি, প্রায় ৩৭০০ এলইডি বাতি লাগিয়েছি। রাস্তায় ঢাকার মানুষ বুকভরে নিঃশ্বাস নিতে পারত না, আমরা ‘জল সবুজে ঢাকা’ প্রকল্প হাতে নিয়েছিভ এই প্রকল্পের মাধ্যমে আমাদের খেলার মাঠ ও পার্ককে নতুন রূপে সাজানো হবে।’

৩৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইলিয়াস রশীদের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক আলোচনা সভায় এলাকার সর্বস্তরের জনগণ, কাউন্সিলর, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাখাতের প্রতিনিধিরা অংশ নেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর