হাওর বার্তা ডেস্কঃ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনো প্রতিবন্ধতা খালেদা জিয়ার যাত্রাপথ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এ সদস্য ওই মন্তব্য করেন।
তিনি বলেন,খালেদা জিয়ার যাত্রাপথে বাধার সৃষ্টি করে কোনো লাভ হবে না। শত বাধা দিয়েও আমাদের আটকে রাখা যাবে না।
আমাদের এই প্রচেষ্টা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভা হয়।
মওদুদ বলেন, খালেদা জিয়া যে উদ্যোগ নেবেন, আমরা তার (খালেদা জিয়া) সঙ্গে থাকব। যেখানে খুশি সেখানে আমরা যাব এবং শত বাধা থাকা সত্ত্বেও আমরা দেশের মানুষের কাছে যাব, জনমত সৃষ্টি করব।
দেশের মানুষ সরকারের পরিবর্তন চায় উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচন হলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জনপ্রিয়তা কোথায় নেমে গেছে। জোর করে, সন্ত্রাস করে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে আর কত দিন আপনারা দেশ চালাবেন?
মওদুদ আহমদ বলেন, নির্বাচনে সেনাবাহিনী থাকতে হবে এবং নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। আজকে তারা (সরকার) যদি মনে করেন এখন যে অবস্থায় আছেন ৬ মাস পরেও একই অবস্থায় থাকবেন তাহলে ভুল করছেন।
সংগঠনের সভাপতি আমীর হোসেন বাদশার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম সোহাগের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়ার আলী নেওয়াজ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফোরকান-ই আলম প্রমুখ বক্তব্য রাখেন।