হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না। আলোচনা তখনই হবে যদি তিনি জঙ্গি, রাজাকার ও তেঁতুল হুজুরদের ত্যাগ করে আসতে পারেন।
শনিবার কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায় না। মহাজোটের বড় বিজয়ের নজির আছে। জনগণ যতদিন চাইবে ততদিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকব। এই ব্যাপারে হুমকি দিয়ে কোনো লাভ নেই।
ইনু বলেন, ভবিষ্যতে গণজোয়ার সৃষ্টি হবে না বিএনপির বিদায়ঘণ্টা বাজবে তা ভবিষ্যতই বলে দেবে। যেহেতু আমরা গণক নই তাই ভবিষ্যতের কথা বলতে চাই না। এই কাজটা মাঠের অবস্থা না বুঝে বিএনপি ভালোভাবে করছে।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান হাবিব, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।