হাওর বার্তা ডেস্কঃ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত তেমনি যুদ্ধাপরাধী ও তেতুঁল হুজুরদের নিয়ে যে বিতর্ক তার ও অবসান হওয়া দরকার। তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে এতো প্রস্তাব দিচ্ছে অথচ রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও তেতুঁল হুজুরদের ত্যাগ করার কোনো আলোচনায় আসছেন না।
শনিবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে “নির্বাচনের আগে এই সরকারকে বিএনপির সাথে আলোচনায় আসতেই হবে ব্যারিস্টার মওদুদ আহমেদ এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ইনু বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে যুদ্ধাপরাধী ও তেতুঁল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সাথে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।