হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্য থেকে শনিবার দেশে ফিরছেন। সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।
স্ত্রী শীলা ইসলামের অসুস্থতার কারণে গত ৮ অক্টোবর যুক্তরাজ্য যান সৈয়দ আশরাফ। গত ২৩ অক্টোবর মারা যান শীলা। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। লন্ডনে স্ত্রীর দাফন শেষ করে সেখান থেকে আজ ঢাকায় ফিরছেন আশরাফ।
সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলামের জন্ম ও পড়াশোনা লন্ডনে। তিনি লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। শীলা লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করতেন। সৈয়দ আশরাফ ও শীলা ইসলামের একমাত্র মেয়ে রীমা ইসলামও লন্ডনে থাকেন। তিনি একটি ব্যাংকের পদস্থ কর্মকর্তা।