হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার এক শোকবার্তায় বিএনপি নেত্রী মরহুমের মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আবদুর রহমান বিশ্বাস রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের অবদান ছিল অবিস্মরণীয়। তার রাজনৈতিক জীবনের ব্রত ছিল মানবকল্যাণ। এই কারণে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। তিনি ছিলেন জাতীয় রাজনীতিরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।’
তিনি বলেন, ‘আবদুর রহমান তার বর্ণাঢ্য জীবনে একজন খ্যাতিমান আইনজীবী ও প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তিনি নিজেকে জনমনে কীর্তিমান মানুষের অভিধায় অভিষিক্ত হয়েছিলেন। গণতন্ত্রের প্রতি তার আন্তরিক নিষ্ঠা তাকে একটি স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গণতন্ত্রকে সুসংহত করতে এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে অদম্য সাহসী ভূমিকা পালন করেছিলেন।’
গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে আবদুর রহমানকে আপসহীন লড়াকু যোদ্ধা অভিহিত করে বিএনপি নেত্রী বলেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার সুরক্ষায় তিনি যে অবদান রেখেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের মতো আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি।’
অপর এক শোক বার্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার মাগফেরাত কামনা করেন।