হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্থানীয় সূত্র বলছে, এ সংখ্যা আরো বেশি হতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন।
মৃতরা হলো— আমতলী গ্রামের নাদিরা ও নজরদৌলত গ্রামের সোনিয়া।
জানা গেছে, বুধবার সকালে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে নৌকাটি পাগলা নদীতে ডুবে যায়। তারা নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিল। সেখানে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী ও ওসি আসলাম সিকদার ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।