হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনা জেলা বিএনপি অফিস, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক আনীক মাহবুব চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুর করেছে কতিপয় সন্ত্রাসী । মঙ্গলবার রাত ৯টায় এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা জেলা বিএনপি অফিসের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুর নাগড়ায় এবং জেলা শহরের মোক্তারপাড়ায় সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলী বলেন, কিছু সংখ্যক দুস্কৃতিকারী এ সমস্ত ঘটনা ঘটিয়েছে। আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।