প্রশাসনে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সঠিক তথ্য সংগ্রহ করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বিদ্যমান এসিআর পদ্ধতির স্থলে পারফরম্যান্স বেইসড ইভ্যালুয়েশন পদ্ধতি চালুর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দশম বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, এবিএম ফজলে করিম চৌধুরী, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ এবং মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ভিয়েতনাম ও চীন সফরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।