হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির এ নেতা বলেন, ‘এখন পর্যন্ত যেটা দেখলাম, যারা হামলা করেছে তারা চিহ্নিত, খুব পরিষ্কার করেই বোঝা যাচ্ছে, এরা সরকারি দলের আওয়ামী লীগে অথবা ছাত্রলীগ, যুবলীগের কর্মী।’
শনিবার (২৮ অক্টোবর) সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন খালেদা জিয়া। পথে ফেনীর শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত গাড়িবহরে হামলা চালায়। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহর আবার আক্রান্ত হয়। এতে এনটিভির সাংবাদিকসহ কয়েকজন আহত হন। এর মধ্যেই রাতে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেন। সেখানেই রাতযাপন করেন।
মধ্যরাতের পর এ হামলা ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। গণমাধ্যমের স্বাধীনতা রোধ করতেই এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এনটিভি ওপর যে হামলা হয়েছে, এটা কিন্তু চোরাগোপ্তা হামলা। চলন্ত গাড়িতে আড়াল থেকে এই হামলা করা হয়েছে। মোরশেদ, হাসান মাহমুদ অনেকেই সিরিয়াসলি ইনজুরড হয়েছেন।’
ফখরুল আরও বলেন, ‘আমি এ ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে এই কথাটা বলতে চাই, যদি সাংবাদিকরাও রেহাই না পায় তাহলে কে রেহাই পাবে?’
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা দলটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। এ হামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নয়।’
এর প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের কথা বলে নিজেদের হামলার দায় চাপাতে চাইছে সরকার।