হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের পথে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর মুন্সীগঞ্জের গজারিয়ায় আটকে দেয়ার চেষ্টার অভিযোগ করেছে বিএনপি। আর এ জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীদের নেতা-কর্মীদের দায়ী করেছে তারা। তবে ক্ষমতাসীন দল এই অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার বেলা পৌনে ১১টায় ঢাকা থেকে যাত্রা শুরু হয় বিএনপি নেত্রীর বহরের। সেটি গজারিয়া পৌঁছার পর যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় ট্রাক দিয়ে বাঁধা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ বিএনপির। এসময় তারা ঢাকাগামী একটি বাসও ভাঙচুর করে।
তবে বিএনপির এ অভিযোগ অস্বীকার করেছেন যুব ও ছাত্রলীগ নেতারা বলেছেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যানজট নিরসনে পুলিশকে সহায়তা করছে।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহর যাওয়ার আগেই নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তিপূর্ণ ভাবে অবস্থান নিয়েছিলাম। এসময় দুপুর পৌনে ১২টা থেকে ১২টা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি আটকে রাখার চেষ্টা চালায়। এসময় বিএনপি নেতাকর্মীরা অবরোধ মোকাবেলা করেন।’
জানতে চাইল জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব বলেন, ‘যুবলীগ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যানজট নিরসন করছে। আমাদের পক্ষ থেকে কোন ভাঙচুর বা অবরোধের চেষ্টা চালানো হয়নি।’
জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, ‘ছাত্রলীগ মহাসড়কে অবস্থান নেয় যানজট মোকাবেলায় সহায়তা করতে। বিএনপির নেতা কর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, তার জন্য অবস্থান নেয়া।’
পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘অবরোধের কোন ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন আছে।