হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছেন অসংখ্য নেতাকর্মী। বিএনপির নয়াপল্টনের অফিসের পর থেকে ফকিরাপুল, মতিঝিল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়। তারা রাস্তার দু দিকে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে থাকেন।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে জাল কুড়ি পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রামের পথে বের হয়।
৪ দিনের সফরে কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
খালেদা জিয়ার এই সফরে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে এবার ত্রাণ-সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।