হাওর বার্তা ডেস্কঃ দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশন কখনোই স্বচ্ছ নির্বাচন করতে পারবে না।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ মন্তব্যটি করেছেন।
নির্বাচন সুষ্ঠু করতে ৯০ দিন আগে সংসদ ভেঙ্গে দেবার পাশাপাশি সেনা মোতায়েনেরও দাবি জানান মওদুদ। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন কখনও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। যদি সরকার দলীয় সরকার থাকে।’
সহায়ক সরকার বিষয়ে তিনি আরো বলেন, ‘সহায়ক সরকার বলে অনেকে বিভ্রান্তিতে ফেলে। অনেকে মনে করেন সহায়ক সরকার মানে অন্য একটা জিনিসি আসলে সেটা অন্য জিনিস না।