হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাওয়ার পথে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকাল নয়টার পর থেকে মিছিলসহ মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন ও এর আশপাশের এলাকার সড়কের একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন।
নেতাকর্মীদের কারো হাতে ছোট ছোট ফেস্টুন, কারো মাথায় ফিতা লাগিয়ে থেমে থেমে স্লোগান দিতে দেখা যায়।
রোহিঙ্গাদের দেখতে যাওয়ার জন্য নেতাকর্মীরা তাদের দলীয় প্রধানকে ধন্যবাদ জানানোর ব্যানার নিয়েও হাজির হয়েছেন।
কেউ কেউ আবার নিজ নিজ ইউনিটের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুনসহ অংশ নিয়েছেন।
খালেদা জিয়ার ঢাকা ছাড়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে শনিবার বেলা পৌনে ১১টায় কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া।। দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন বিএনপি চেয়ারপারসন।
এরপর সেখান থেকে বিকালে যাত্রা শুরু করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন তিনি।
২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। বিকালে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছবেন এবং সেখানে রাত্রীযাপন করবেন তিনি।
৩০ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় তিনি কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণও বিতরণ করবেন।
এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাত্রীযাপন শেষে ৩১ অক্টোবর যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।