হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেখতে চায় বিএনপি।
শনিবার সকালে গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি, রোহিঙ্গা সমস্যার বিষয়ে আমরা যেটা মনে করি তাহলো প্রধানমন্ত্রীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। যে শক্তিধর দেশগুলোর জন্য মিয়ানমার এখন পর্যন্ত গণহত্যা বন্ধ করছে না, সেই দেশগুলোতে যেতে হবে প্রধানমন্ত্রীকে। তাদের বুঝাতে হবে, কনভিন্স করতে হবে।
তিনি আরও বলেন, মিয়ানমারকে যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়, অবশ্যই যারা তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে আগে বুঝাতে হবে আমরা কি অবস্থায় আছি।