হাওর বার্তা ডেস্কঃ যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত গণতন্ত্র ধ্বংসের যে নীলনকশা রচনা করেছিল, এখনো সে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জনগণের ক্ষমতায়নই পারে এই ষড়যন্ত্র রুখতে। এ ব্যাপারে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি একথা বলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্র ধ্বংস করার জন্যই সব সময় যে কাজ করে ২০০৬ সালের ২৮ অক্টোবর তার প্রমাণ। ২০০৬ সালে বিএনপি সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে যজ্ঞে নেমেছিল, আজও বাঙালি জাতি তা ভোলেনি। অথচ কি পরিহাস, তারাই আজ গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে। বাংলাদেশে আবার যেন এরকম নারকীয় সন্ত্রাস না হয়, সেজন্য বিএনপি রূপী সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।
ওমর ফারুক চৌধুরী প্রশ্ন করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছিল কে? বিএনপি তাদের দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য সংবিধান সংশোধন করেছিল। বিচারপতি কে এম হাসানকে প্রধান বিচারপতি করে বিএনপি শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অকার্যকর করেনি, বিচার বিভাগকে কলুষিতও করেছে।
তিনি বলেন, বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিল। নির্বাচন কমিশন প্রতিষ্ঠানকে বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত করেছিল। বিডি প্রতিদিন