হাওর বার্তা ডেস্কঃ নারী ও তরুণরাই হচ্ছে আগামী নির্বাচনের অন্যতম হাতিয়ার। নারীরা আওয়ামী লীগের শক্তি।
শেখ হসিনার উন্নয়নের চাকা সচল রেখেছেন নারীরা। আগামী নির্বাচনে ভোটার ও নারী সমাজের সমর্থনের ওপর আওয়ামী লীগ নির্ভর করে আছে। আাজ শুক্রবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলায় সোন্দলপুরে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, যুগ্ম-সম্পাদক আবদুল মমিন বিএসসি প্রমুখ।