ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ আমার ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেন ভ্রমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
  • ২৫০ বার

জাকির হোসাইনঃ ভ্রমণের মাঝে লুকিয়ে থাকে নানা অভিজ্ঞতার কথা। অন্য সব যানবাহনে ভ্রমণের চেয়ে ট্রেন ভ্রমণের মজাটা সম্পূর্ণ আলাদা। আমার ঢাকার জীবনে এসে আমার দেশের ট্রেন ভ্রমণের স্মৃতি গুলো সব সময় মনে পড়ে যায়। আজ কিশোরগঞ্জ যাওয়ার পথে ট্রেনে বসে আগে ট্রেনে চলার কিছু লেখার ইচ্ছা জাগছে। ট্রেনের ঝক ঝক শব্দ,যানজট বিহীন পথ। ট্রেন লাইনের দু’পাশে সারি সারি গাছ দেখা যায় আশে পাশে বাড়ি ঘর সব কিছুকে পাল্লা দিয়ে যেন ছুটে চলে ট্রেন তার গন্তব্যে। ছোট বেলা থেকেই আমার ভ্রমণের নেশা। ভ্রমণের জন্য ট্রেনকে বেছে নেই আমি সবার আগে। ট্রেন ভ্রমণের অসংখ অভিজ্ঞতা আমার জীবনের সাথে জড়িয়ে আছে। চোখের সামনে ঘটেছে অনেক অনেক ট্রেন দুর্ঘটনা। সময় মতো গন্তব্যে না পৌছানোর কারণে অনেক সময় কাটিয়েছি রেল স্টেশনে। কিছুক্ষণ পর পর চায়ের দোকানে চা খাওয়া,প্লাট ফর্মে বসে বসে অপেক্ষা করা,সেই মুহূর্ত গুলো ছিল আমার জীবনের ভালো কিছু মুহূর্ত। ক্লাস নবম শ্রেনীতে যখন পড়ি বাড়ি থেকে চলে আশি ভৈরবে। তখন জীবনের প্রথম স্কুল ফাকি দিয়ে দু’জন বন্ধু ভৈরব আসি বাড়ি থেকে নৌকা দিয়ে তারপর ট্রেনে করে চলে যাই ঘোড়াশাল রেল স্টেশনে, তখন থেকে ট্রেন ভ্রমণের নেশা আমার বুকে বাসা বাধে। তারপর থেকে শুরু হলো আমার ট্রেন ভ্রমন। বর্তমানে বাংলাদেশের প্রতিটি রেল স্টেশনেরর নাম আমার পরিচিত,সব তথ্য আমার জানা। অনির্দিষ্ট গন্তব্যে চলে যেতাম ট্রেনে করে। সকালের ট্রেনে যেতাম আবার রাতে আরেক ট্রেনে ফিরে আসতাম। রাতের ট্রেনে জানালার পাশে বসে মুহুর্তটা খুবই উপভোগ্য। মনে আবেক চলে আশে, অনেক ভালো ভালো ভাবনা সৃষ্টি হয় মনে। নিজের মনের সাথে নিজের কথা বলা। কবিতার ছন্দ সৃষ্টি করতাম। রাতের আধারে দুরের দৃশ্য গুলো ঠিক ভাবে দেখা যায় না,কল্পনায় আবিস্কার করতাম কী ঐখানে। ভ্রমনে গিয়ে পকেটের টাকা ফুরিয়ে গেলে বাড়ি ফেরা নিয়া ভয় পেতাম না। ট্রেনে টিকেট ছাড়া ও টাকা ছাড়া ভ্রমণের অভিজ্ঞতাও হয়েছে আমার। ট্রেন ভ্রমনে বাধা এসেছে অনেক তার পরেও বন্ধ হয়নি ট্রেন ভ্রমন।

ছবিঃ ছবিটা ট্রেনের ভিতরে সিটে বসা
জাকির হোসাইন সম্পাদক ও প্রকাশক। দৈনিক হাওর বার্তা ও অনলাইন হাওর বার্তা ২৪ ডটকম ঢাকা।
কিশোরগঞ্জেরর পথে… ঢাকা নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজ আমার ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেন ভ্রমন

আপডেট টাইম : ১০:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

জাকির হোসাইনঃ ভ্রমণের মাঝে লুকিয়ে থাকে নানা অভিজ্ঞতার কথা। অন্য সব যানবাহনে ভ্রমণের চেয়ে ট্রেন ভ্রমণের মজাটা সম্পূর্ণ আলাদা। আমার ঢাকার জীবনে এসে আমার দেশের ট্রেন ভ্রমণের স্মৃতি গুলো সব সময় মনে পড়ে যায়। আজ কিশোরগঞ্জ যাওয়ার পথে ট্রেনে বসে আগে ট্রেনে চলার কিছু লেখার ইচ্ছা জাগছে। ট্রেনের ঝক ঝক শব্দ,যানজট বিহীন পথ। ট্রেন লাইনের দু’পাশে সারি সারি গাছ দেখা যায় আশে পাশে বাড়ি ঘর সব কিছুকে পাল্লা দিয়ে যেন ছুটে চলে ট্রেন তার গন্তব্যে। ছোট বেলা থেকেই আমার ভ্রমণের নেশা। ভ্রমণের জন্য ট্রেনকে বেছে নেই আমি সবার আগে। ট্রেন ভ্রমণের অসংখ অভিজ্ঞতা আমার জীবনের সাথে জড়িয়ে আছে। চোখের সামনে ঘটেছে অনেক অনেক ট্রেন দুর্ঘটনা। সময় মতো গন্তব্যে না পৌছানোর কারণে অনেক সময় কাটিয়েছি রেল স্টেশনে। কিছুক্ষণ পর পর চায়ের দোকানে চা খাওয়া,প্লাট ফর্মে বসে বসে অপেক্ষা করা,সেই মুহূর্ত গুলো ছিল আমার জীবনের ভালো কিছু মুহূর্ত। ক্লাস নবম শ্রেনীতে যখন পড়ি বাড়ি থেকে চলে আশি ভৈরবে। তখন জীবনের প্রথম স্কুল ফাকি দিয়ে দু’জন বন্ধু ভৈরব আসি বাড়ি থেকে নৌকা দিয়ে তারপর ট্রেনে করে চলে যাই ঘোড়াশাল রেল স্টেশনে, তখন থেকে ট্রেন ভ্রমণের নেশা আমার বুকে বাসা বাধে। তারপর থেকে শুরু হলো আমার ট্রেন ভ্রমন। বর্তমানে বাংলাদেশের প্রতিটি রেল স্টেশনেরর নাম আমার পরিচিত,সব তথ্য আমার জানা। অনির্দিষ্ট গন্তব্যে চলে যেতাম ট্রেনে করে। সকালের ট্রেনে যেতাম আবার রাতে আরেক ট্রেনে ফিরে আসতাম। রাতের ট্রেনে জানালার পাশে বসে মুহুর্তটা খুবই উপভোগ্য। মনে আবেক চলে আশে, অনেক ভালো ভালো ভাবনা সৃষ্টি হয় মনে। নিজের মনের সাথে নিজের কথা বলা। কবিতার ছন্দ সৃষ্টি করতাম। রাতের আধারে দুরের দৃশ্য গুলো ঠিক ভাবে দেখা যায় না,কল্পনায় আবিস্কার করতাম কী ঐখানে। ভ্রমনে গিয়ে পকেটের টাকা ফুরিয়ে গেলে বাড়ি ফেরা নিয়া ভয় পেতাম না। ট্রেনে টিকেট ছাড়া ও টাকা ছাড়া ভ্রমণের অভিজ্ঞতাও হয়েছে আমার। ট্রেন ভ্রমনে বাধা এসেছে অনেক তার পরেও বন্ধ হয়নি ট্রেন ভ্রমন।

ছবিঃ ছবিটা ট্রেনের ভিতরে সিটে বসা
জাকির হোসাইন সম্পাদক ও প্রকাশক। দৈনিক হাওর বার্তা ও অনলাইন হাওর বার্তা ২৪ ডটকম ঢাকা।
কিশোরগঞ্জেরর পথে… ঢাকা নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ।