ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার বিএনপির সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যখন সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের উদ্যোগ নিচ্ছি এবং তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মত সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগুচ্ছি, তখন সরকার সেসব কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আরো কঠোর হয়ে উঠেছে।’

‘এর মূল লক্ষ্যই হলো বিএনপিকে দুর্বল করে কোনোভাবেই সাংগঠনিক কাজ করতে না দেওয়া। সরকার দেশের আইনকানুন ও বিচারিক ব্যবস্থাকে করায়ত্ত্বের মাধ্যমে এখন বিএনপি এবং বিরোধীদলগুলোর  নেতা-কর্মীদেরকে কারাদণ্ডে দণ্ডিত করছে।’

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মশিউর রহমানকে এক মামলায় দশ বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা এ ধরনের বেআইনি ও অসৎ কর্মকাণ্ড থেকে বারবার সরকারকে সরে আসার আহ্বান  জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার তাতে কর্ণপাত না করে আরো বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে নিত্য-নতুন মিথ্যা মামলায় আটক করছে। পুরনো মিথ্যা মামলায় চার্জ গঠন করে চার্জশিট প্রদান করছে এবং দণ্ডিত করছে।’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদেরকে ক্রমেই আরো জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে সেটিই হবে তাদের জন্য মঙ্গল।’

মশিউর রহমানকে কারাদণ্ড প্রদানের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন মির্জা ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিএনপির সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ সরকার বিএনপির সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যখন সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের উদ্যোগ নিচ্ছি এবং তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মত সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগুচ্ছি, তখন সরকার সেসব কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আরো কঠোর হয়ে উঠেছে।’

‘এর মূল লক্ষ্যই হলো বিএনপিকে দুর্বল করে কোনোভাবেই সাংগঠনিক কাজ করতে না দেওয়া। সরকার দেশের আইনকানুন ও বিচারিক ব্যবস্থাকে করায়ত্ত্বের মাধ্যমে এখন বিএনপি এবং বিরোধীদলগুলোর  নেতা-কর্মীদেরকে কারাদণ্ডে দণ্ডিত করছে।’

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মশিউর রহমানকে এক মামলায় দশ বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা এ ধরনের বেআইনি ও অসৎ কর্মকাণ্ড থেকে বারবার সরকারকে সরে আসার আহ্বান  জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার তাতে কর্ণপাত না করে আরো বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে নিত্য-নতুন মিথ্যা মামলায় আটক করছে। পুরনো মিথ্যা মামলায় চার্জ গঠন করে চার্জশিট প্রদান করছে এবং দণ্ডিত করছে।’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদেরকে ক্রমেই আরো জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে সেটিই হবে তাদের জন্য মঙ্গল।’

মশিউর রহমানকে কারাদণ্ড প্রদানের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন মির্জা ফখরুল।