হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পুনরায় ক্ষমতার চার বছর পূর্তি উপলক্ষে বিএনপি আবারো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহামুদ বলেন, ‘বিএনপি আবারো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপি আবারও দেশকে অস্থিতিশীল করতে রাজপথে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে তা প্রতিহত করা হবে। আন্দোলনের নামে তারা জনগণকে অবরুদ্ধ করতে চায়, পুড়িয়ে মারতে চায়। এমন করলে ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পেট্রোল বোমা বাহিনীকে রুখে দেওয়া হবে।’
সম্প্রতি বিএনপির এক ভুয়া ব্যারিস্টার ধরা পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির নেতারা যেমন ভুয়া, এ দলের বুদ্ধিজীবীরাও ভুয়া। সম্প্রতি বিএনপির এক ভুয়া ব্যারিস্টার ধরা পড়েছে। তিনি জালিয়াতির মাধ্যমে বিভিন্ন টক-শোতে গিয়ে মিথ্যাচার করতেন।’
হাছান মাহামুদ বলেন, ‘বিএনপির রাজনীতিতে পচন ধরেছে। তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পুরোপুরি সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংসদ সাগুফতা ইয়াসমিন, জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।