হাওর বার্তা ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাইবার ক্রাইম বর্তমানে সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবেই একে মোকাবিলা করতে হবে। ফেসবুক ও অন্যান্য মাধ্যমে সাইবার বুলিং হচ্ছে। ইন্টারনেটে আপত্তিকর বিষয়ের জন্য অনেক মেয়ে আত্মহত্যা করেছে। এজন্য ব্যবহারকারী দেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের নীতিমালা সংশোধন করতে হবে। তিনি সবার জন্য ইন্টারনেটের পাশাপাশি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার আহান জানান। প্রতিমন্ত্রী ২৪ অক্টোবর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ সংস্থার (এপিপি) উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘৮ম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের’ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ফোরামে অংশগ্রহণকারী দেশগুলোর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য যেমন ইন্টারনেট নিশ্চিত করতে হবে তেমনি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির উপমহাসচিব মাসানোরি কন্ডো বক্তব্য রাখেন। বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, আফগানিস্তান, ভ‚টান, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, টোঙ্গা, ভানুয়াতুসহ ১৪টি সদস্য দেশ, সহযোগী দেশ, সম্পর্কযুক্ত সদস্য সংস্থা এবং অন্যান্য টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবাদ শিরোনাম
তারানা হালিম নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
- ২৩৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ