হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায়। অথচ তামিম ইকবাল অবস্থান করছেন দেশে। কারণ, ইনজুরির কারণে আগেভাগেই তাকে দেশে ফিরে আসতে হয়েছে। মঙ্গলবার মিরপুরে নিজের চোটের অবস্থা ও বিপিএল ভাবনা নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন এই টাইগার ওপেনার।
তামিম ইকবাল বলেছেন, ‘আসলে বিপিএলে কতগুলো ম্যাচ মিস হবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। প্রথম দুইটি ম্যাচে খেলতে পারব না এটা নিশ্চিত। আমাকে আপাতত দুই সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। তারপর বোঝা যাবে আসলে আমি কয়টি ম্যাচে খেলতে পারব না’।
তিনি আরও বলেন, ‘আমার কাছে জাতীয় দল আগে। যত ম্যাচই মিস হোক পুরোপুরি সুস্থ না হয়ে আমি বিপিএলে খেলতে চাই না। বিপিএল সবার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বিপিএলের পরই শ্রীলঙ্কা আসবে। আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ’।
আগামী ৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে আইকন খেলোয়াড় হিসাবে খেলবেন তামিম ইকবাল। গত দুই আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন তিনি।